আন্তর্জাতিক ডেস্ক: মিশরের বিশিষ্ট লেখক ও ইসলামী চিন্তাবিদ ড. আহমাদ রাসেম আন-নাফিস বলেছেন, “পশ্চিমা যুব সমাজের প্রতি ইরানের সর্বোচ্চ নেতার দ্বিতীয় চিঠি ইসলামী সংলাপকে উচ্চতর পর্যায়ে উন্নীত করেছে, কারণ এ চিঠি ছাড়া মনে হতো যে, মুসলিম বিশ্বের সমস্যা হল, এই ধর্মের কোনো প্রকৃত প্রতিনিধি ও ব্যাখ্যাকারী নেই এবং পশ্চিমা যুবসমাজ এ অভিযোগে প্রভাবিত হতো যে ইসলাম ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য নেই।” ইরানের সর্বোচ্চ নেতার এই বাণী বিশ্বে ছড়িয়ে পড়লে তা ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন।
সংবাদ: 3461362 প্রকাশের তারিখ : 2015/12/08